গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান? কলার মোচার পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এই পোস্টে গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

অনেকেই আছেন যে কলার মোচার উপকারিতা অপকারিতা সম্পর্কে সঠিকভাবে জানা নেই। তাই এই আর্টিকেলটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন তাহলে গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং পরবর্তীতে আপনি এবং আপনার আশেপাশে সবাইকে জানাতে পারবেন।

ভূমিকা

আমরা অনেকেই অনেক রকম সবজি খেয়ে থাকি। কলার মোচা একরকম সবজি। যেটাতে অনেক আয়রন এবং পুষ্টিগুণ রয়েছে। কলার মোচা খেয়ে শরীরের আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব। গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা অনেক গুন রয়েছে। শুধু যে আয়রনের ঘাটতি পূরণ করে তা নয়, এর সাথে ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে ।কলার মোচায় অনেক পুষ্টিগুণ থাকায় যেমন শরীরের পক্ষে ভালো তেমনি পরিমাণ মতোই খাওয়া দরকার কারণ এর অপকারিতা রয়েছে। তাই যে কোন খাবার আপনাদের অবশ্যই পরিমাণমতো খাওয়া দরকার ।

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা

কাঁচা কলা যেমন একটি উপকারী সবজি হিসেবে খাওয়া যায় তেমন কলার মোচাও একটি উপকারী সবজি। গ্রামে খুব সহজেই কলার মোচা পাওয়া যায়। কলার মোচার দাম অতিরিক্ত নয়। স্বল্প দামের পাওয়া যায় বলে সহজেই এটি কিনে খেতে পারেন। কলার মোচাই রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। গর্ভ অবস্থায় মহিলারা কলার মোচা নিয়মিত খেলে আয়রনের ঘাটতি কম হবে এবং শিশুর মস্তিষ্ক গঠনে কাজ করবে। তাছাড়াও আরো অনেক বহু গুণে গুণান্বিত এই সবজি। তাহলে চলুন তাড়াতাড়ি জেনে নেয়া যাক কলার মোচার উপকারিতা সম্পর্কে।
  • কলার মোচাই থাকা ভিটামিন এ রাতকানা রোগ দূর করতে সহায়তা করে। অকালে দৃষ্টিশক্তি হারানোর রোধ করতে নিয়মিত কলার মোচা খেতে পারেন।
  • মায়ের পেটে থাকা অবস্থাতেই শিশুর প্রায় ৭০ ভাগ মস্তিষ্কের গঠন হয়ে থাকে। তাই গর্ভাবস্থায় নিয়ম মেনে কলার মোচা খাওয়া উচিত।
  • ত্বক ও চুল ভালো রাখে। কলার মোচাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, যার কারনে দাঁতের গঠনে সহায়তা করে।
  • বয়স্ক পুরুষ ও নারীর এবং বাড়ন্ত শিশু এদের জন্য এ সব্জি অনেক উপকারী।নারীদের হার গঠনের সহায়তা করে এবং হারকে শক্ত রাখে। নির্দিষ্ট সময় পার হয়ে মাসিক বন্ধ হয়ে যাওয়ার নারীদের অনেক উপকারে আসে।
  • গলগন্ড রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করে। যেহেতু কলার মোচাতে রয়েছে আয়োডিন তাই এই উপকারে আসে।
  • রক্তের হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচা অনেক ভূমিকা পালন করে। রক্তশূন্য রোগীদের জন্য খুবই উপকারী কলার মোচা।

কলার মোচার অপকারিতা

করে আমরা জানলাম কলার মোচা খাওয়ার উপকারিতা সম্পর্কে। এখন আমরা জানবো কলার মোচার অপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নি।
  • কলার মোচা অতিরিক্ত খেলে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক সৃষ্টি হতে পারে। তাই অতিরিক্ত করার মোচা না খেয়ে পরিমাণমতো খেতে হবে।
  • কারো এলার্জির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে করার মজা খেতে পারেন। অনেক সময় অনেকের কলার মোচা খাওয়ার কারণে এলার্জি সৃষ্টি হতে পারে তাই এই খাওয়া থেকে বিরত থাকুন।
  • কলার মোচাতে অতিরিক্ত আয়রন থাকার কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই অতিরিক্ত কলার মোচা না খেয়ে পরিমাণ মতো খাওয়া দরকার।

কলার মোচার রেসিপি

কলার মোচা সবজি হিসেবে বিভিন্ন রকম ভাবেই রান্না করে খাওয়া যায়। রান্নার উপরে নির্ভর করে স্বাদ আর স্বাদ ভালো হলে সেটা তো সবাই খাবে। তাই কলার মোচা রান্না করার রেসিপি ভালো করে জানতে হবে তাহলে রান্নাই স্বাদ আসবে এবং খেতে ভালো লাগবে। কলার মোচা বিভিন্ন রকম ভাবে রান্না করে খাওয়া যায়। যেমন মোচার চপ,মোচার কোপ্তাকারী, মোচার ঘন্ট, মোচা নিরামিষ, মোচা চিংড়ি, মোচার বড়া, ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট, মোচা তরকারি ইত্যাদি। আপনি আপনার পছন্দমত যেকোনো ভাবেই রান্না করে খেতে পারেন।
উপকরণ
  • কলার মোচা ১ টি
  • ছোট চিংড়ি ১ টি
  • হলুদ গুঁড়া পরিমাণ মতো
  • কাঁচামরিচ স্বাদমতো
  • লবণ পরিমাণ মতো
  • পেঁয়াজকুচি 2 টি
  • রসুন বাটা ১ চা চামচ
  • জিরা বাটা সামান্য পরিমাণ
  • তেল ২-৩ টেবিল চামচ
  • জিরা সামান্য পরিমাণ
  • এলাচ ও দারুচিনি পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
মোচা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। একটি ফ্রাইপেনে পানি ও লবণ দিয়ে মোচা ভাব দেয়ার জন্য চুলায় বসিয়ে দেন। ভাত দেয়া হয়ে গেলে মোচা জুড়িতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে তেল দিয়ে তার সাথে চিংড়ি দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজতে থাকুন। এরপর চিংড়িগুলো তুলে একটি পাত্রে রাখুন। 

গরম তেলে এলাচ দারুচিনি এবং পিয়াজ দিয়ে ভাজতে থাকুন হালকা সোনালী রং হওয়া পর্যন্ত।কিছুক্ষণ পরে রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে অল্প পানি দিয়ে নাড়ুন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে নাড়তে থাকুন তার মধ্যে কলার মোচা দিয়ে দিন। এভাবে কয়েক মিনিট নাড়তে থাকুন। এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন।
মোচার ঘন্ট
উপকরণ
  • মোচ ১ টি
  • ছোলার ডাল ৫০ গ্রাম
  • আলু ২ টি
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • তেজপাতা ২ টি
  • শুকনো লঙ্কা ১
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • ঘি ১ টেবিল চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • লবণ পরিমাণ মতো
  • হলুদ গুঁড়া পরিমাণ মতো
  • মরিচ গুঁড়া পরিমাণ মতো
  • গোটা জিরা ও শুকনা মরিচ
প্রস্তুত প্রণালী
প্রথমে মোচাকে ভালো করে কুচি করে কেটে ধুয়ে লবন ও হলুদ দিয়ে করায় সিদ্ধ করতে হবে।আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরো দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে পেঁয়াজ কুচি এবং সব রকম মশলা গুড়া মসলা দিয়ে নাড়তে হবে।কেটে রাখা আলুগুলো তেলে ভেজে তুলে রাখতে হবে। এরপর মোচা ও ছোলা দিয়ে দিতে হবে এবং গ্যাসের আজ মাঝারি রাখতে হবে। এর সাথে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ এবং ঝাল চেখে দেখতে হবে ঠিক আছে কিনা এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে।এর উপরে গরম মসলা এবং জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে এবং পরিবেশন করুন মোচার ঘন্ট।

কলার মোচার পুষ্টিগুণ

কাঁচা কলাই যেমন পুষ্টি উপাদান রয়েছে তেমন কলার মোচাতেও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। কলার মোচা দামে অনেক সস্তা এবং পুষ্টি উপাদান বেশি থাকায় বাজারে সহজেই পাওয়া যায়। এবং এটি সারা বছরেই পাওয়া যায় বাজারে। এটি খেতেও সুস্বাদু এবং পুষ্টিতে ভরা একটি সবজি।
                                               

পুষ্টিগুণ উপাদান

প্রতি ১০০ গ্রামে পরিমাণ 

প্রোটিন

১.৭  গ্রাম 

ভিটামিন সি,এ, বি-৬

৪২০ মিলিগ্রাম

ক্যালসিয়াম

৩২  মিলিগ্রাম

কার্বোহাইড্রেট

৫.১  গ্রাম

ফসফরাস 

৪২মিলিগ্রাম 

আয়রন

১.৬  মিলিগ্রাম

পটাশিয়াম

১৮৫  মিলিগ্রাম

রিবোফ্লোবিন

.০২  মিলিগ্রাম

আশঁ

১.৩ গ্রাম

থায়ামিন

.০৫ মিলিগ্রাম

ফ্যাট

০.৭ গ্রাম

লেখকের শেষ কথা

গর্ভাবস্থায় কলার মোচা খাওয়ার উপকারিতা অনেক বেশি। আরো অনেক পুষ্টিকর খাবার রয়েছে তার মধ্যে কলার মোচা ও একটি উপকারী খাবার সবজি হিসেবে খাওয়া যেতে পারে। তবে সকলেরই উপকারী দিকের সাথে উপকারী ভেবে খাওয়া দরকার। তাই পরিমাণ মতো কলার মোচা খাওয়া প্রয়োজন।

আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের আরো নতুন নতুন পোস্ট পেতে আমার এই ওয়েবসাইটে ভিজিট করুন। আমার এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান সময় দিয়ে এই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;

comment url