পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা
পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে চান? মিষ্টি পান খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান? তাহলে আপনি আমার এই আর্টিকেল থেকে পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যা জেনে আপনারা অন্য কেউ সে বিষয়ে বিস্তারিত বুঝে উপকার করতে পারেন। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা পরবেন।
আপনারা অনেকেই পান খেতে নিশ্চয়ই খুব ভালোবাসেন। শুধু যে বয়স্করাই পান খায় তা নয় অনেক অঞ্চলে অনেক পরিবারে রয়েছে যে অল্প বয়স থেকেই পান খায়। তাই তাদের পান সম্পর্কে এবং পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কেও জানা দরকার। সবকিছুই খাওয়ার একটা অপকারী দিক রয়েছে। যেটা অতিরিক্ত মাত্রায় হলে সেটি অনেক রোগের কারণ হয়ে থাকে। তাই আপনারা পানখাওয়ার উপকারটা অপকারিতা বিস্তারিতভাবে জানবেন বুঝবেন এবং সেভাবে পান খাবেন।
ভূমিকা
যুগ যুগ ধরেই বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন বয়সের পান খেয়ে থাকে। পান সাধারণত প্রতিদিন খেলে নেশায় পরিণত হয়ে যায়। কারণ শুধু তো কেউ পান খায় না পানের সাথে চুন জর্দা সুপারি খয়ের একসাথে মিশিয়ে পান খায়। আর কেউ শখের বসে খায়। আমি আমার এই আর্টিকেলে আপনাদের জন্য পানের উপকারিতা অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ মিষ্টি পানের উপকারিতা এবং পান কিভাবে খাওয়া যায় সে সম্পর্কে লিখেছি। পান যে শুধু খাওয়া যায় তাও না পান চুলে লাগালেও চুলের অনেক উপকারে আসে তাই সে সম্পর্কেও লেখা হয়েছে। তাই আমার এই আর্টিকেলটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন আর জানুন পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা।
মিষ্টি পান খাওয়ার উপকারিতা
অনেক অঞ্চলের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বয়সের পান খেয়ে থাকে। বিভিন্ন ভাবে মানে কেউ যদি নিয়মিত পান খায় তবে তারা বেশিরভাগই পাননের সাথে চুন সুপারি জর্দা ও খয়ের দিয়ে খেয়ে থাকে। আর অনেকেই আছে শখের বসে মাঝে মধ্যে খেয়ে থাকে। তারা বিভিন্ন রকম মসলা ব্যবহার করে থাকে পানের সাথে। যা ভালো লাগে এবং বিভিন্ন রকম মসলার বিভিন্ন রকম নাম রয়েছে। মিষ্টি পান তো সবাই সব সময় খায় না তাই এটা ক্ষতিকারক নয়। নিয়মিত না খেলে সে মসলাটা ক্ষতিকারক হিসেবে গণ্য হয় না। এতে বমি বমি ভাব দূর হয় মুখ ফ্রেশ থাকে। ক্যান্সারের ঝুঁকি কম থাকে।
আরো পড়ুন:হিট স্ট্রোক এর লক্ষণ কি কি
জর্দা পান খেলে কি হয়
জর্দা খুব ক্ষতিকর এতে রয়েছে নিকোটিন অধিক মাত্রায় ও অ্যালকায়েড। তাই জর্দা পানের সাথে খেলে অনেক অসুবিধা হয়। জর্দা অনেক ক্ষতি করে।
- জর্দায় নিকোটিনের মাত্রা অতিরিক্ত থাকায় এটি একটি আসক্তি কারী পদার্থ হিসেবে পরিচালিত হয়। যা মানুষ খেতে খেতে একসময় আসক্তই পরিণত হয়ে যায়। তখন জর্দা দিয়ে পান না খেলে অস্থির হয়ে থাকে। তাই বলা যায় এটা একটি নেশা যুক্ত।
- জর্দা ব্যবহার করলে মুখে ক্যান্সার সৃষ্টি হতে পারে। মুখ গলা এবং অগ্ন্যাশয়ে ওয়েল ক্যান্সার সৃষ্টি হয়।
- নিয়মিত জর্দা ব্যবহার করলে হার্টের রোগ সৃষ্টি হয়। হার্ট অ্যাটাকাস কার্ডিওভাসকুলার রোগ সৃষ্টি হয়।
- গর্ভবতী অবস্থায় জর্দা ব্যবহার করলে ভ্রুনের ক্ষতি হয় এবং শিশু জন্ম দিলে তা কম ওজনের হয়। অনেক সময় অকাল জন্ময়ের কারণও হয়ে দাঁড়ায়।
- তামাক জাতীয় কোন কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। জর্দা সহ যত রকম তামাক রয়েছে তা ব্যবহার করলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তাই আপনাদের সকলকে সতর্কভাবে ব্যবহার করা উচিত যেন তা স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয় এবং নেশাগ্রস্ত না হয়ে যায়।
চুলের জন্য পান পাতার উপকারিতা
পান খাওয়ার অভ্যাসটা অনেকের রয়েছে। তবে শুধু যে পান মানুষ খায় তা নয় পান চুলকে সৌন্দর্য করতেও সাহায্য করে। আসুন আমরা জেনে নিই চুলের জন্য পান পাতার যেগুলো উপকারিতা রয়েছে।
চুল পড়ার সমস্যা নতুন নয় এটি কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় সব বয়সের মানুষেরই সমস্যা দেখা দেয়। অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়মিত খাওয়া দাওয়া, পানি কম খাওয়া, চুলের যত্ন না নিয়া ,অতিরিক্ত দূষণ সব কিছুর কারণেই রয়েছে চুল পড়ে যাওয়া।এই সমস্যাগুলোর কারণে আমাদের চুল পড়ে যায় তাছাড়াও আমরা অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকি এটাও একটি চুল পড়ার কারণ। এই সম্পূর্ণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পান পাতা কে বেছে নিতে পারি।
- পান পাতা চুল পড়া কমাতে সাহায্য করে।
- চুল ঝরে যে পাতলা হয়ে যায় পান পাতার সাহায্যে চুল নতুন গজাতে সাহায্য করে।
- চুলকে দূষণের হাত থেকে রক্ষা করতে পান পাতা সাহায্য।
- পান পাতা থেঁতো করে রস লাগালে চুলের গোড়া শক্ত হয়।
- পান পাতা বেটে তার রস লাগালে খুশকি কমতে সাহায্য করে।
- পান পাতা রস লাগালে অনেক সময় মাথার উকুন থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায়। পান পাতা যে ঝাঁজালো গন্ধ আছে তাতেই উকুন দূর হয়।
- পান পাতা থেঁতো করে রস বের করে তার সাথে মধু ও পানি যোগ করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। সেটা ভালো করে মাথার চুলে ভালো করে লাগালে অনেক উপকারে আসে।
পান খাওয়ার নিয়ম
পান পাতা খাওয়ার নিয়ম সাধারণত অঞ্চল ভেদেই দেখা যায় যে বিভিন্ন বয়সের মানুষ পান খেয়ে থাকে। যেমন ধরেন উত্তর অঞ্চলের সব বয়সের মানুষ পান খেয়ে থাকে। প্রত্যেক বেলায় খাবার খাওয়ার পর পান খেয়ে থাকে। তবে এটি সপরিবারে যেথায় তা নয় কিছু কিছু পরিবারে দেখা যায় এমনটা নিয়ম রয়েছে। আবার কিছু পরিবারে আছে বয়স্ক মানুষরাই খেয়ে থাকে।
তার সাথে মাঝেমধ্যে ছোটরাও খেয়ে থাকে। আবার দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মানুষ ৪০ উর্ধ্বে বয়সের পান খেয়ে থাকে। সব অঞ্চলের মানুষ যে শুধু পান খায় তা কিন্তু নয় পানের সাথে তারা পছন্দমত চুন সুপারি জর্দা মিলিয়ে খায় আবার অনেকে মিষ্টি জাতীয় পান খায়। মিষ্টি জাতীয় অনেক রকমের পান মশলা রয়েছে সেই মসলা দিয়ে পান খেতে অনেকেই পছন্দ করে।
আরো পড়ুন:ড্রাগন ফল চাষ পদ্ধতি বিস্তারিত জানুন
পান এভাবে খেলে নেশায় পরিণত হয়। কোষ্ঠকাঠিন্য দূর করতে বা পেটের কোন সমস্যা থাকলে তার জন্য যদি পান খেতে চান ।তবে পান পাতা পিষে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা সকালে ছেঁকে নিয়ে খালি পেটে পান করতে হবে। তাহলে আপনার সমস্যাগুলো দূর হবে।
পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা
বাংলাদেশ ভারতে ও বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় পান খাওয়া হয়। অনেকেই ভারী কিছু খাওয়ার পরে পান খেতে পছন্দ করে। কেউ সুপারি দিয়ে জর্দা দিয়ে শুধু পান খায় আবার কেউ মিষ্টি পান খায়। পানের বিভিন্ন রকমের মসলা রয়েছে যেগুলো দিয়ে মানুষ পান খেতে পছন্দ করে। পান খাওয়ার কোন উপকারি দিক সেভাবে বৈজ্ঞানিকরা প্রমান করেনি শুধু হজমে সাহায্য করে। কিন্তু আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ভিত্তিহীন ভাবে উপকারিতা বর্ণনা করেছেন। পান খেলে মানুষের ক্ষতিই বেশি হয় উপকারের চাইতে। তাই বলা যায় পানের উপকারীর দিক চাইতে অপকারী দিক বেশি। আসুন আমরা তাড়াতাড়ি জেনে নিই পান খেলে কি কি ক্ষতি হতে পারে।
- পান খেলে দাঁত লাল দেখায় এতে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
- পান খেলে দাঁতের ক্ষয় হয়।
- পান খেলে মুখের ক্যান্সার হতে পারে।
- পান খেলে ধীরে ধীরে মানুষ তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ে।
- গর্ভবতী অবস্থায় পান খেলে গর্ভের সন্তানের ক্ষতি হয়।
- পান খেলে ফুসফুসে জটিল রোগ সৃষ্টি করে ইনফেকশন সৃষ্টি হয়।
পান খেলে বিভিন্ন রকম মুখের ক্যান্সার এবং বিভিন্ন রকম রোগ ও সমস্যা সৃষ্টি হয় যা ব্যয়বহুল।
পান পাতা চুলের জন্য যতটা উপকারী শরীরের জন্য ততটা উপকারী নয়। অপকারির দিকটাই বেশি রয়েছে। অনেকেই দুপুরে খাওয়ার পরে পান খেতে পছন্দ করেন সেটা মিষ্টি পান হোক বা জর্দা দিয়ে পান হোক। পান খেলে হজম শক্তিতে সাহায্য করে। তাই অনেকেই খাবার পর পর পান খায় এজন্য দ্রুত হজম হয়ে যায় খাবার। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে।পান পাতা যে গুনাগুন রয়েছে সেগুলো আমরা জেনে নিই তালিকা হিসেবে ।
আরো পড়ুন:কাশির জন্য তুলসী পাতা খাওয়ার নিয়ম
- কানের ব্যথা দূর করতে সাহায্য করে।
- নাক থেকে রক্ত পড়লে এটা বন্ধ করতে সাহায্য করে।
- আন্টি সেপটিক হিসেবে ব্যবহার করা যায়।
- ত্বক ভালো রাখতে সাহায্য করে।
- মাথাব্যথা করলে তা দূর করতে সাহায্য করে।
- অ্যান্টি ফাংগাস দূর করতে সাহায্য করে।
- সর্দি কমাতে সাহায্য করে।
- হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
- মেটাবলিজম বাড়াতে সহায়তা করে।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আমরা আজকে জেনেছি আর্টিকেলে পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। কেউ পান খেতে পছন্দ করে আবার কেউ পান খেতে পছন্দ করে না। তবে পান খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেকেই আছে তার নিয়মিত না খেলেও মাঝেমধ্যে খেয়ে থাকে। কোন অনুষ্ঠানে বা কোন ভারী খাবার বাসায় হলেই খাবার পরে পান খেয়ে থাকে।
আরো পড়ুন:থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা
তাই আজকে আমারে আর্টিকেলে পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যেন আপনারা সঠিকভাবে জানতে পারেন পান খেলে কি হতে পারে। সব সময় যে পান খেলে ভালো দিকটা হবে তা নয় ভালো দিক মন্দ দিক দুটোই আমি আলোচনা করেছি যেন আপনারা বিস্তারিতভাবে সবকিছুই জানতে পারেন। আপনারা যদি অতিরিক্ত পান খান তবে আমার এই আর্টিকেলটি উপর থেকে ভালো করে পড়ুন তাহলে বুঝতে পারবেন পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি কি হতে পারে।
আরো পড়ুন:উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম
আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং অন্যান্যদের সাথে শেয়ার করতে পারেন যেন তারাও এই আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পারে। এবং পান খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। আমার এই ওয়েবসাইটটি আপনারা নিয়মিত ভিজিট করুন নতুন নতুন আর্টিকেল পড়ার জন্য এবং বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানার জন্য। ধন্যবাদ।
সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;
comment url