গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা

গরু মোটাতাজাকরন দানাদার খাদ্য তালিকা সম্পর্কে অনেকেই জানেনা। আবার গরু মোটাতাজা করুন ওষুধের নাম সম্পর্কে জানেনা। কিন্তু অনেকেই গরু লালন পালন করে ব্যবসা করতে চাই। এসব কিছু যদি সঠিক নিয়মে জানতে পারে তবে সে ব্যবসায়ী অনেক উন্নতি করতে পারবে।
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা

তাই আমার এই আর্টিকেলে আমি গরু মোটাতাজাকরন দানাদার খাদ্য তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা যে কয়েকটা দিয়েছি সেগুলোর মধ্যে আপনারা যেটা সাধ্যের মধ্যে মনে হয় সে অনুযায়ী দানাদার খাদ্য তৈরি করে খাওয়াতে পারেন।

ভূমিকা

অনেকেই গরুর খামার করে ব্যবসা করে থাকেন। যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই গরুর মোটাতাজা করুন দানাদার খাদ্য তালিকা দেখে বুঝে খাবার খাবেন। এবং গরুর আরো অনেক যত্ন রয়েছে সেগুলোই সঠিক নিয়মে পালন করবেন। গরুর ঔষুধ রয়েছে সেগুলো পরিমান মত খাবেন তাহলে ব্যবসায়ী লাভবান হবেন।দানাদার খাদ্য তালিকা দেখে আপনারা সুবিধামতো একটি তালিকা নিয়ে সে অনুযায়ী দানাদার খাদ্য তৈরি করে খাওয়াতে পারেন।

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা

গরুর দানাদার খাদ্যের সুবিধা ও অসুবিধা রয়েছে ।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গরুর মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা দেয়া হলো। কয়েকটা তালিকা আমি লিখেছি যেগুলোতে আলাদা আলাদা ভাবে নাম্বারিং করা আছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন একটা তালিকা অনুযায়ী গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারেন।

গরু মোটাতাজা করনের জন্য দানাদার খাদ্য তালিকা নম্বর ০১

উপাদানের নাম

পরিমাণ

গমের ভুষি

৫৪০

খেসারি ভুষি

২০০

তিলের  খৈল

১৫৫ 

মাছের গুড়া

৮০

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৫

শুষ্ক খাদ্য

৯০০

মেটাবলিক শক্তি

১০.৬

আমিষ

২০৯

গরু মোটাতাজা করনের জন্য দানাদার খাদ্য তালিকা-০২

উপাদানের নাম

পরিমাণ

চাল ভাঙ্গা

২০০

গমের ভুষি

৩০০

ধানের ভুষি

২৩০

সরিষার খৈল

১৮০

মাছের গুড়া

৫৫

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৫

শুষ্ক খাদ্য

৯০০

মেটাবলিক শক্তি 

১১.২৬

আমিষ

১৮৮

গরু মোটাতাজাকরণের জন্য দানাদার খাদ্য তালিকা নম্বর-০৩

উপকরণের নাম

পরিমাণ

গম ভাঙ্গা

১৫০

গমের ভুষি

২৫০

ধানের ভুষি

২৮০

মসুর ভুষি

১০০

সরিষার খৈল

১৩০

মাছের গুড়া

৫০

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৫

শুষ্ক খাদ্য

৯০০

মেটাবলিক শক্তি

১০.৮৮

আমিষ 

১৮৪

গরুর দানাদার খাদ্য তালিকা নম্বর-০৪

উপকরণ এর নাম

পরিমাণ

চালভাঙ্গা

২০০

গমের ভুষি

১৩০

ধানের ভুষি

২০০

মসুর ভুষি

২৪০

তিলের খৈল

১৫০

লবণ

০৫

মাছের গুড়া

৫০

মেটাবলিক শক্তি

১১ .৪

আমিষ

১৮২

শুষ্ক খাদ্য

৯০০

ঝিনুকের পাউডার

২৫

গরুর দানাদার খাদ্য তালিকার নম্বর-০৫

উপকরণের নাম

পরিমাণ

ধানের ভুষি

৫৩০

খেসারি ভুষি

১৪০

মসুর ভুষি

১০০

সয়াবিন মিল

৫০

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৫

  শুষ্ক খাদ্য

৯০০

আমিষ

১৮৩

মেটাবলিক শক্তি

১০.৪৯

তিলের খৈল 

১৫০

গরু মোটাতাজাকরণের জন্য দানাদার খাদ্য তালিকার নম্বর-০৬

উপকরণ এর নাম

পরিমাণ

ধানের ভুষি

২৩০

গমের ভুষি

২০০

ভুট্টা ভাঙ্গা

১৮০

খেসারির ভুষি

১৫০

মাছের গুড়া

৫০

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৪

শুষ্ক খাদ্য

৯০০

আমিষ

১৮০

মেটাবলিক শক্তি

১১.০৯

সরিষার খৈল 

১৬০

গরু মোটাতাজাকরণের জন্য দানাদার খাদ্য তালিকার নম্বর-০৭

উপকরণ এর নাম

পরিমাণ

চাল ভাঙ্গা

১০০

খেসারি ভাঙ্গা

১০০

গমের ভুসি

১৫০

ধানের ভূষি

৩৮০

নারিকেলের খৈল

২০০

মাছের গুড়া

৪০

লবণ

০৫

ঝিনুকের পাউডার 

২৫

শুষ্ক খাদ্য

৯০০

মেটাবলিক শক্তি

১১.০৬

আমিষ

১৮৪


গরু মোটাতাজাকরণের জন্য দানাদার খাদ্য তালিকার নম্বর-০৮

উপাদানের নাম

পরিমাণ

চাল ভাঙ্গা

১০০

গম ভাঙ্গা

১০০

ধানের ভুষি

২৮০

তিলের খোল

২০০

মাছের গুড়া

৪০

লবণ

০৫

ঝিনুকের পাউডার

২৫

শুষ্ক খাদ্য

১১.৪৯

মেটাবলিক শক্তি

১১.৪৯

আমিষ 

১৯৬

গমের ভুষি

২৫০

আরো পড়ুন:বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রচনা

ওপরে যেসব খাদ্য তালিকায় রয়েছে সেগুলো হয়তো আপনার সাধ্যের মধ্যে যেগুলো রয়েছে সেই উপকরণ গুলো কিনে সে পরিমাণ মিশ্রণ করে তৈরি করতে হবে দানাদার খাদ্য। গরুর জন্য সবচেয়ে ভালো দানাদার খাদ্য হচ্ছে এগুলো। আপনারা সঠিক নিয়ম মাত্রায় খাদ্য তালিকা অনুযায়ী বেছে নিতে পারেন যেকোনো একটি দানাদার খাদ্যকে। পাবেন এবং আপনার সাধ্যের মধ্যে যেইটা আপনার গরুর পেছনে খরচ করার বাজেটের উপর নির্ভর করে আপনি সেই তালিকাটা বেছে নিয়ে গরুর দানাদার খাবার তৈরি করে নিবেন।

গরুর দানাদার খাদ্যের সুবিধা ও অসুবিধা সমূহ

গরুর দানাদার খাদ্যের সুবিধাও রয়েছে আবার অসুবিধা রয়েছে আসুন সে সুবিধাগুলো আমরা জেনে নিই।
  • পুষ্টির সরবরাহ করার জন্য এই দানাদার খাবার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয়। এ পুষ্টির কারণে অনেক গুণ কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং গরুর মাংস উৎপাদন বৃদ্ধি পায়।
  • যদি কোন ঘাটতির অভাবে গরু অসুস্থ হয়ে পড়ে তবে ভিটামিন কোনটা প্রয়োজন কোনটা বেশি যুক্ত করতে হবে সেটা খেয়াল রেখে আপনারা যে কোন একটি উপাদান কমবেশি করে খাওয়াতে পারেন। তাই দানাদার খাবার এক্ষেত্রে অনেক উপকারী।
  • দানাদার খাবার খাওয়ানোর ফলে সময়ের ব্যয় কম হয় ফলে গরুকে খাদ্য গ্রহণের জন্য পরিশ্রমও কম লাগে ।
  • দানাদার খাদ্যের ফলে খাদ্যের অপচয়িতা কম হয়। কারণ এই দানাদার খাদ্য সুস্বাদু হওয়ায় খাদ্যের রুচি বাড়ে আর খাবার অপচয় থেকে বিরত রাখে।
  • দানাদার খাদ্য যেহেতু গরু ভালোভাবেই খায় নষ্ট হয় না সেহেতু খাবার নিজে ছাড়িয়ে ছিটিয়ে ফেলে খায় না। তাই গরুর খামার বারবার পরিষ্কার করার প্রয়োজন হয় না এবং সময়ও বেঁচে যায়।
অসুবিধা
  • হঠাৎ করে গরুকে দানাদার খাবার দিলে গরুর হজম শক্তিতে সমস্যা হতে পারে। একেক গরু একেক রকম খাবার খেয়ে অভ্যস্ত তাই গরুকে তার চাহিদা ও শারীরিক সমস্যা উপরে নির্ভর করে দানাদার খাদ্য খেতে দিতে

আরো পড়ুন:তেলাপিয়া মাছ চাষে লাভ কেমন

  • দানাদার খাদ্য অনেক সময় বিভিন্ন এলাকায় পাওয়া যায় না। তখন সে ক্ষেত্রে খাদ্যের গুণগত মান বজায় রাখার জন্য সময় দানাদার খাদ্য তৈরি করার যে উপাদান গুলো লাগবে সেগুলো সঠিকভাবে পাওয়া যায় না। এতে সময় বেশি লাগে।
  • বৃষ্টির পানি, বিভিন্ন কীটপতঙ্গ ইত্যাদির কারণে খাবার সংরক্ষণ বিশেষ দিন সম্ভব হয় না এতে খাবার নষ্ট হয়ে যেতে পারে।

গরু মোটাতাজাকরণ ঔষধের নাম

অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই শুকনা হাড্ডি শেয়ার গরু বাজার থেকে কিনে নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনারা চান রোগা গরুটাকে মোটাতাজা করতে।আপনি যদি এরকম কোন ব্যবসা করে থাকেন যে একটা হাড্ডি সার গরুকে নিয়ে আসে মোটাতাজা করে বাজারে বিক্রি করে লাভবান হতে তবে আপনি গরু মোটাতাজা করুন ঔষধের নাম অনুযায়ী খাওয়াতে পারেন।

আপনি যদি নতুন একটা গরু বাজার থেকে নিয়ে আসেন তাহলে অবশ্যই মোটাতাজা করার ঔষধ খাওয়ানোর আগে কৃমিনাশক ঔষধ খাওয়ানো দরকার। কারণ গরুর কৃমি সমস্যা থাকলে কখনোই মোটাতাজা হবে না। যতই আপনি ওষুধ খাওয়ান পূর্বেই কৃমিনাশক ঔষধ খাওইয়ে তারপরে মোটাতাজা করুন ওষুধ খাওয়াতে হবে। ওষুধের নাম গুলো আলোচনা করা হলো।
  1. ক্যালসিয়াম
  2. লিভার টনিক
  3. জিংক
  4. ভিটামিন বি কমপ্লেক্স
  5. রেনাসল এডি ৩
  6. এ- সল
  7. ও টি সি ভেট
  8. ক্যাটোফস ইনজেকশন
  9. এমাইনোভিট প্লাস
উপরোক্ত যে ওষুধের নামগুলো বলা হয়েছে সেগুলো আপনার গরুকে খাওয়াতে পারেন। তবে আপনার গরুর ওজন এবং বয়স অনুযায়ী ওষুধের পরিমাণ কম বেশি করে খাওয়াতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। অনেক পশু ডাক্তার আছে সেগুলোর পরামর্শ নিতে পারেন। আবার ওষুধের গায়ে লেখা থাকে যে নির্দেশনা সেটা অনুযায়ী ও খাওয়াতে।

তিন মাসে গরু মোটাজাতকরণ

গরু অনেকেই পালন করে থাকে। অনেকের শখের বসে পালন করে। আবার অনেকেই খামার দিয়ে পালন করে থাকে। এটি একটি ব্যবসায় মত করে অনেকে পালন করে থাকে। আপনারা যারা তিন মাসে গরু বিক্রি করে দিতে চান তাদের ক্ষেত্রে তিন মাসের যে লালন পালন করে বড় করতে হবে তার একটি খাবারের নিয়ম রয়েছে।
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা

সে অনুযায়ী গরুকে খাওয়ালে বিক্রি করার সময় ভালো লাভ পাওয়া। যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন তাহলে ভালো লাভ পাবেন। তাই যদি গরু পালন করে আপনার ব্যবসা হয় তবে অবশ্যই খাবারের দিকেও নজর রাখতে হবে এবং ওষুধের দিকেও। আপনি তিন মাস গরু লালন পালন করে বিক্রি করলে ভালো লাভ পাবেন। আসুন আমরা জেনে নেই তিন মাসে গরু মোটাতাজাকরণ করা যায় কিভাবে।
  • রুচির ঔষধ
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • জিংক সিরাপ
  • এ- মেকটিন প্লাস
  • ক্যাটোফস
  • এডিই- ভেট
  • এমাইনোভিট প্লাস ইনজেকশন
  • এমাইনোভিট প্লাস ভেট
  • নাইট্রোনেক্স ইনজেকশন

লেখকের শেষ কথা

শুধু গরু পালন করলেই হবে না। অনেকেই গরুর প্রতি খেয়াল না রেখে শুধু বেঁধে রেখে খাবার দিলেই মনে করে যে হ্যাঁ গরুর যত্ন হচ্ছে। কিন্তু গরুর স্বাস্থ্য ও খাবারের দিকে খেয়াল রাখতে হবে। মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা অনুযায়ী খাবার দিতে হবে। এবং গরুর অনেক ওষুধ আছে
সেগুলো সঠিকভাবে দিতে হবে। যদি ওষুধের নিয়ম বুঝতে না পারেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

আরো পড়ুন:দেশি ফলের পুষ্টিগুণ অনেক বেশি

আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। নিয়মিত আমার এই ওয়েবসাইটটি। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;

comment url