ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে জানতে চান? ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে জানতে চান।প্রিয় পাঠক আপনাদের কথা চিন্তা করে আমি আমার আর্টিকেলটি ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় ভ্যাকসিন খাবার সবকিছু নিয়েই আলোচনা করেছি। আপনি আমার আর্টিকেলটি পড়লে সঠিক তথ্য পাবেন।

বর্তমানে অনেকেই ব্যবসা করতে পছন্দ করেন। তাই অনেকেই মুরগির ব্যবসাও বেছে নিয়ে থাকে।ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে আমার এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা পড়ে বাণিজ্যিকভাবে মুরগি পালন করতে পারেন।

ভূমিকা

প্রিয় পাঠক আমার এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে ফাউমি মুরগির সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছে।ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে আপনারা জানতে চাইলে আমার এই পোষ্টটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন। ফাউমি মুরগির ভ্যাকসিন বিভিন্ন রকম। আপনারাফাউমি মুরগির ভ্যাকসিন সঠিকভাবে দেখে দিবেন। এবং খাবার তালিকাটা ঠিক রাখবেন। যারা দেশি মুরগির মত পালন করতে চান তারাও করতে পারেন।

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

যারা ডিমের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা ফাউমি মুরগিটাকে বেছে নিতে পারেন। কারণ ডিম দেয়ার ক্ষেত্রে ফাউমি মুরগি খুব তাড়াতাড়ি এবং অধিক পরিমাণ ডিম দিতে সক্ষম। তাই এক্ষেত্রে ফাউমি মুরগিকে ডিমের রানী ও বলা হয়ে থাকে।তবে আরো অনেক জাতের মুরগি আছে তারা এত পরিমাণ ডিম দেয় না। এদের ডিম গুলো দেখতে অনেকটা দেশি মুরগির ডিমের মতো।
আকারে ছোট এবং সাদা রংয়ের ডিম হয়ে থাকে। ফাউমি মুরগির ডিম খেতে অনেকটাই সুস্বাদু দেশি মুরগির ডিমের মতো। এরা দেখতে সাদা ও কালো রংয়ের হয়ে থাকে। এদের অসুখ খুব কম হয়। এরা খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই মোরগগুলাও ৫-৬ সপ্তাহের মধ্যেই ডাক দিতে শুরু করে। ফাউমি মুরগি পালন করে এখন অনেক মানুষ লাভবান হচ্ছে।

কিন্তু এই মুরগির কথা অনেকেই জানেনা বলে ব্যবসার ক্ষেত্রে কম উৎপাদন হয়। তবে যারা এই মুরগি ব্যবসার জন্য নিয়ে থাকবেন তারা সঠিকভাবে পরিচর্যার কারণে অতি দ্রুত ডিম পেয়ে যাবেন।কারণ ফাউমি মুরগি ৫-৬ মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে দেয়। খাবার ও তাদের পরিচর্যা যদি ভাল হয় তবে এর কিছুদিন আগে থেকেও ডিম দেওয়া শুরু করতে পারে।

একটি ফাউমি মুরগি বছরে প্রায় ৭০-৮০% ডিম দিয়ে থাকে। তাই আপনারা যারা মুরগি ব্যবসার কথা ভাবছেন তারা ফাউমি মুরগির ব্যবসা করতে পারেন। তবে ডিম দেয়ার ক্ষেত্রটা নির্ভর করে যেমন খাবার ও পরিচর্যার উপর তেমনি আবহাওয়া ও পরিবেশের উপরেও।

ফাউমি মুরগির খাবার তালিকা

ফাউমি মুরগির খাবার অনেকেই দেয়ার ধরন আলাদা। কারণ ফাউমি মুরগি কেউ বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের জন্য পালন করে। আবার কেউ শখের বসে কয়েকটা মুরগি নিয়ে পালন করে। যারা কয়েকটা মুরগী নিয়ে পালন করে তারা মূলত দেশী মুরগীর মতই খাবার দেয়। দেশি মুরগি যেভাবে খায় ফাউমি মুরগিকে সেভাবে ছেড়ে রেখে খাওয়ায়।

খাঁচায় বন্দি করেও অনেকে ফাউমি মুরগি পালন করে যাদের খোলা জায়গা থাকে না। তারাও দেশি মুরগি যা খায় সেভাবেই খেতে দেয়। আর যারা বাজারজাতকরণের জন্য ডিম ও মুরগি উৎপাদন কা করে থাকেন তারা লেয়ার মুরগির যেই খাবার খায় সেই খাবারটাই খাওয়াই।
বাজারজাতকরণের জন্য বাণিজ্যিকভাবে যারা ফাউমি মুরগি পালন করে তাদের খাবার দিকেও নজর রাখা দরকার।বয়সের উপর ভিত্তি করে ফাউমি মুরগির খাবারের ধরন বিভিন্ন রকম।আসুন ফাউমি মুরগির খাবার তালিকাটি জেনে নি।
  • মুরগির বয়স অনুযায়ী খাবার দিতে হবে। স্টার্টার খাবার খাওয়ার জন্য উপযুক্ত বয়স হল ০-৬ সপ্তাহ।
  • গ্রোয়ার জাতীয় খাবার দিতে হবে যখন মুরগির বাচ্চার বয়স হবে ৭-১৪ সপ্তাহ।
  • লেয়ার ১ খাবার দিতে হয় যখন ফাউমি মুরগির বয়স ১৫-৪৫ সপ্তাহ।
  • লেয়ার ২ খাবার দিতে হয় যখন ফাউমি মুরগির বয়স ৪৬-৯৫ সপ্তাহ।

ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা

যেকোনো মুরগিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিন দেয়া জরুরী। কারণ মুরগির খুব সহজেই রোগাক্রান্ত হয় এবং বেশি অসুস্থ হলে মুরগি মারা যেতে পারে। সে ক্ষেত্রে ভ্যাকসিন দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করা দরকার। ফাউমি মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনের যে পরিমাপ রয়েছে এবং বয়সের অনুযায়ী ভ্যাকসিন দেয়া উচিত। ফাউমি মুরগির ভ্যাকসিন তালিকা আপনারা জেনে নিন।
বয়স অনুযায়ী বিভিন্ন রকম রোগের নাম এবং ভ্যাকসিনের নাম রয়েছে। তাই সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন দেয়া দরকার।
  • বয়স অনুযায়ী ১-৩ দিনের বাচ্চাকে চোখে ফোটা দিতে হবে সেটি হচ্ছে এনডি লাইভ নামের ভ্যাকসিন যা রানীক্ষেত ও ব্রংকাইটিস আইবিডি হতে রক্ষা করে ।
  • ৭-৯ দিনের বাচ্চাকে সরাসরি মুখে খাওয়াতে হবে গামবোরো ও আইবিডি।
  • ১৬-১৭ দিনের বাচ্চাকে সরাসরি চোখে ড্রপ দিতে হবে রানীক্ষেত ও লেসটা এর জন্য।
  • ১৮-২০ দিনের বাচ্চাকে খাবার পানিতে গুলে খাওয়াতে হবে গামবোরো ও আইবিডি।
  • ২৪-২৮ দিনের বাচ্চাকে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে এভিয়ান ও ইনফ্লুয়েঞ্জা।
  • ৩০-৩৫ দিনের বাচ্চাকে ডানায় সুচ ফুটাতে হবে ফাউল পক্স ও ডিএনএ লাইভ।
  • ৬-৭ সফটওয়্যার বাচ্চাকে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে রানীক্ষেত ,এনডি ও কিল্ড।
  • ৮ সপ্তাহ যে নির্দেশ দেয়া হবে সেই রকম ভাবে চলতে হবে ফাউল কলেরা, কিল্ড ইত্যাদির জন্য।
  • ৯ সপ্তাহে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে করাইযা সালামলেনা , কিল্ড লাইভ এর জন্য।
  • ১২ সপ্তাহের ফাউল কলেরা ও কিল্ড এর জন্য যে নির্দেশনা দিবে সেই ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • ১৫-১৬ সপ্তাহের জন্য চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে।
  • ১৬ সপ্তাহের পর থেকে ব্রংকাইটিস, রানীক্ষেত, এম বি, আই ভি ইত্যাদির জন্য নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বর্তমানে বিভিন্ন রকম ভ্যাকসিনের কোম্পানি উঠেছে। তাই বাজারে বিভিন্ন রকম ভ্যাকসিন পাওয়া যায়। অবশ্যই ভ্যাকসিন দেয়ার আগে দেখে নিতে হবে ভ্যাকসিন টা ঠিক আছে কিনা। যে রোগ সেই রোগেরই ভ্যাকসিন নাম বুঝে দিতে হবে। তা নয়তো মুরগি আরও অসুস্থ হয়ে যেতে পারে ঝিমিয়ে পড়তে পারে এবং মৃত্যু হতে পারে। তাই আপনাদের অবশ্যই ভ্যাকসিনটার দিকে খেয়াল রাখতে হবে এবং মুরগির স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে ভ্যাকসিন দিতে হবে।

ফাউমি মুরগি কোথায় পাওয়া যাবে

যেহেতু ফাউমি মুরগির অনেকে পালন করে না তাই এটি ভালো করে আশেপাশে খোঁজ নিতে হবে। অনেকেই আছে শখের বসে ফাউমি মুরগি পালন করে থাকে। সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আবার অনেককেই অনলাইনে মার্কেট সাইটে ফাউমি মুরগি বিক্রি করে থাকে। সেখান থেকেও আপনারা কথা বলে মুরগি সংগ্রহ করতে পারেন।

যেসব খামারিরা ফাউমি মুরগি বিক্রি করে থাকে সেখান থেকেও ছোট বাচ্চা নিয়ে এসে পালন করতে পারেন।ফাউমি মুরগি খামার রয়েছে সেখান থেকে বাচ্চা বা ডিম সংগ্রহ করে নিয়ে আসতে পারেন।আচ্ছা ফুটানোর মেশিন যদি থাকে আপনাদের তাহলে ডিমএনে বাচ্চা ফুটাতে পারেন। জন্মের পর থেকেই যদি সঠিক পরিচর্যা করা হয় তবে ৫-৬ মাস বয়স থেকে ডিম দিয়া শুরু করে দিবে।

ফাউমি মুরগির দাম কত

ফাউমি মুরগিরদাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। একটি নির্দিষ্ট দামের হয় না। এখন ফাউমি মুরগি বিভিন্ন রকম ওয়েবসাইটে অনলাইন থেকেও পাওয়া যায়। অনেকেইফাউমি মুরগি ব্যবসার জন্য পালন করে থাকে। এই খামারগুলো অনলাইনেও মুরগির বাচ্চা বিক্রি করে থাকে। অনলাইনে বিভিন্ন রকম দামের মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন।

আবার আপনি খোঁজ নিয়ে দেখবেন আশেপাশে অনেকেই খামার হিসাবেও পালন করে থাকে। তাদের কাছ থেকেও আপনি খোঁজ নিয়ে ভাল বাচ্চা কিনে নিতে পারবেন। ফাউমি মুরগির দাম যেহেতু বিভিন্ন রকমের হয়ে থাকে তারপরেও আমি আপনাদেরকে কয়েক জায়গায় একই রকম দামের কথা জানাবো। 

আরো পড়ুন:মাংস উৎপাদনকারী গরুর জাতের নাম

একদিনের ফাউমি মুরগির বাচ্চার দাম ৪০-৭০ টাকা।১৫ দিনের বাচ্চার দাম ৯০ টাকা। ৩০ দিন বয়সী বাচ্চার দাম ১৪০ টাকা।দাম অনেক সময় ওঠানামা করে। তাই আপনারা আসল ফাউমি মুরগি দেখে সঠিক দান করে কিনে নিবেন।

লেখকের শেষকথা

প্রিয় পাঠক আপনারা আমার এই আর্টিকেলটি পড়ে ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় এবং ফাউমি মুরগির ভ্যাকসিন ও খাবার তালিকা গুলো জানতে পেরেছেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে অবশ্যই আপনার মুরগির খাবার এবং ভ্যাকসিনের প্রতি খেয়াল রাখতে হবে।ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে আপনাকে ধারণা রেখে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তাহলে আপনি আপনার চাহিদা অনুযায়ী ডিম ও মুরগি উৎপাদন বেশি করতে পারবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। আপনারা আমার এই পোস্টটি পড়ে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এবং অন্যান্যদের সাথে শেয়ার করবেন। যেন তারাও পোস্টে পড়তে পারে এবংফাউমি মুরগির সম্পর্কে জানতে পারেন। কারণ অনেকেই আছে মুরগির খামার করতে চান।

আমার এই পোস্টটি পড়লে তারা জানতে পারবেন কোন মুরগি পালন করলে বেশি লাভ হবে। নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন নতুন নতুন পোস্ট পড়ার জন্য। আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;

comment url