নরমাল মেকআপ করতে কি কি লাগে
নরমাল মেকআপ করতে কি কি লাগে সে সম্পর্কে কি আপনারা জানতে চান? তাহলে আমার এই আর্টিকেলটি আপনার জন্য অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।এবং কোন ব্রান্ডের মেকআপ ভালো সে সম্পর্কেও জানতে পারবেন।তাহলে জানতে পারবেন নরমাল মেকআপ করতে কি কি লাগে মেকআপের বিষয়ে সব কিছু জানুন।
আমরা সাজগোজ করতে মেয়েরা অনেক পছন্দ করি। আপনাদের সময় মত আপনারা নরমাল মেকআপ করতে কি কি লাগে এটা জেনে মেকআপ করতে পারেন। কারণ ভারী মেকআপ করতে অনেক সময় লেগে যেতে পারে তাই নরমাল মেকআপে যা লাগে সেগুলো জেনে আপনারা ঠিকমতো মেকআপ করে সাজিয়ে নিতে পারেন নিজেকে।
ভূমিকা
মেয়েরা স্বাস্থ্য একটু বেশি পছন্দ করে। আর সৌন্দর্য মানেই মেকআপ। আমার এই পোস্টে বিভিন্ন ব্র্যান্ডের মেকআপের নাম দেয়া আছে সেগুলো আপনারা জেনে ভালো মেকআপ কিনতে পারবেন।নরমাল মেকআপ কিভাবে করতে হয় কি কি লাগে সে বিষয়ে আপনারা পড়ে জানতে পারবেন।এবং কিভাবে মেকআপ টা সেট করতে হবে আপনার ত্বকের ধরন অনুযায়ী সেটা আপনারা আর্টিকেলটা পড়ে জানতে পারবেন। মেকআপে অনেক সময় নিজের ত্বক নষ্ট করে দেয় তাই সাবধান অতিরিক্ত মেকআপ করা থেকে।
নরমাল মেকআপ করতে কি কি লাগে
মেকআপ করার জন্য আপনার ত্বকের ধরন অনুযায়ী কিছু জিনিসপত্র লাগে এবং আপনি কি রকম মেকআপ করতে চান সেই ধরনের অনুযায়ী জিনিসপত্র লাগবে। মেকআপ করতে যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আসুন জেনে নি
মুখের জন্য যেগুলো প্রয়োজন
- ময়েশ্চারাইজার মেকআপ করার আগে মুখ আগে ভালো করে ধুয়ে ময়শ্চারাইজার করে নিতে হবে।
- প্রাইমার মেকআপ অনেকক্ষণ যেন থাকে এবং ত্বকটা যেন মসৃণ হয় মেকআপ ভালো মত বসে সেই জন্য প্রাইমার ব্যবহার করতে হবে।
- ফাউন্ডেশন মুখের কোন দাগ থাকলে সেগুলো ঢাকার জন্য এবং মেকআপ কে সমানভাবে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য ফাউন্ডেশন ব্যবহার করতে হয়।
- কনসিলার চোখের নিচের কালো দাগ এবং মুখে কোন দাগ থাকলে সেগুলো ঢাকার জন্য কাউন্সিলর ব্যবহার করা হয়।
- কম্প্যাক্ট বা পাউডার মেকআপ ভালোমতো সেট করতে এবং ত্বকে ম্যাট করতে পাউডার ব্যবহার করতে হয়। তবে সকল ত্বকের ক্ষেত্রে নয় শুধু তৈলাক্ত ত্বককে ম্যাথ করার জন্য ব্যবহার করা হয়।
- ব্লাশ গালে ড্রেসের কালার অনুযায়ী রং আনতে এ ব্লাশ ব্যবহার করা হয়।
- হাইলাইটার মুখের কিছু অংশে যেন আলো এসে পড়ে বা ত্বকটা আলো ময় হয় সেজন্য হাইলাইটার ব্যবহার করা হয়।
- ব্রোন্জার মুখের কিছু অংশে ব্লেজার ব্যবহার করা হয় যেটা মুখে ছায়া প্রদান করে।
- চোখের জন্য মেকআপ
- আই প্রাইমার চোখের মেকআপ যেন দীর্ঘক্ষণ থাকে সেই জন্য প্রাইমার ব্যবহার করা হয়।
- আই শ্যাডো চোখের পাতায় রং কে অন্য কালার আনতে ব্যবহার করা হয়।
- কাজল চোখের ভিতরে কাজল টেনে দেয়া হয়।
- মাসকরা চোখের পাপড়ি কে ঘন ও লম্বা সুন্দর দেখানোর জন্য মাস্কারা ব্যবহার করা হয়।
- আইলাইনার চোখের পাতার ওপরে যে লাইনটা টানা হয় কালো কালার সেটাই হচ্ছে আইলানার।
ঠোঁটের জন্য
লিপ বাম ঠোঁটকে মসৃণ ও নরম করতে ব্যবহার করা হয়।
লিপস্টিক ঠোঁটে সুন্দর রং আনতে বিভিন্ন রকম কালারের পছন্দ অনুযায়ী লিপস্টিক ব্যবহার করা হয়।
লিপ গ্লাস ঠোঁটকে চকচকে উজ্জ্বল মসৃণ করতে ও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়।
অতিরিক্ত জিনিসপত্র
মেকআপ রিমুভার মেকআপ তোলার জন্য এটি ব্যবহার করা হয়।
মেকআপ ব্রাশ বিভিন্ন রকমের হয়। যখন যেটা প্রয়োজন ঠিক সেই রকম ধরন অনুযায়ী ব্রাশ ব্যবহার করা হয়।
স্পঞ্জ মেকআপ লাগানোর সময় এটি ব্যবহার করা হয়।
কিছু টিপস
মেকআপ করার আগে মুখটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আবার আপনারা লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন।
মুখের ত্বক কি ধরনের সেদিকে খেয়াল রেখে মেকআপ করা দরকার।
মেকআপ তুলার সময় ভালো করে পরিষ্কার করে নিতে হবে মুখটা যেন পরিষ্কার থাকে।
মেকআপ করার জিনিসের নাম ও দাম
মেকআপ করতে যেসব জিনিস লাগে সেগুলো ব্র্যান্ড কেমন সে অনুযায়ী নাম এবং দাম হবে। কম দামেরও অনেক মেকআপ রয়েছে এবং বেশি দামেরও অনেক মেকআপ রয়েছে। যে যেরকম ব্যবহার করে সে অনুযায়ী মেকআপ কিনে নিতে পারেন। একটা ফুল সেট মেকআপ বক্স থাকে যেটাতে সবকিছুই রয়েছে। আসুন আমরা জেনে নি নাম এবং দাম।বিভিন্ন রকম মেকআপ ব্যাগ রয়েছে সেগুলোর দাম আমরা জেনে নি।নরমাল মেকআপ করতে কি কি লাগে সেটাও ভালো করে জেনে নেয়া যাক।
অরো পড়ুন:চুল পড়া বন্ধ করার ঔষধের নাম
- লেডিস স্টাইলিশ ডিজাইন ফুল সেট রেড মেকআপ বক্স সেট এটার দাম ৯৩০টাকা।
- বিউটিফুল ফ্লাওয়ার ডিজাইন মাল্টি সেট কসমেটিক্স মেকআপ বক্স ২৫০ টাকা।
- কম্পার্টমেন্ট প্লাস্টিক কসমেটিক মেকআপ জুয়েলারি স্টোরেজ বক্স ২৫০ টাকা।
- মেকআপ অরিজিনাল ব্যাগ ২৪০ টাকা।
- দশ কালার হাইলাইটার ৩৬৫ টাকা।
- ফিক্স লিপিস্টিক চারশো টাকা।
- ডিপ ব্লাক আইকনিক কাজল৩০০।
- প্যানকেক মেকআপ ১৭০ টাকা।
- লিকুইড লিবিস্টিক ২৯০ টাকা।
- আইশ্যাডো বক্স ৩৫০।
- আইলানার ১৭৫ টাকা।
- মাসকারা ২০০ টাকা।
তবে ওপরের যে মেকআপ গুলোর সবকিছু দাম বলা হয়েছে সেগুলো বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দাম হবে। এখানে আমি আপনাদেরকে একটা ব্র্যান্ডেরই কম দামের মধ্যে দেখাই। আপনারা বাজারে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের মেকআপের সব জিনিসপত্র কিনে নিতে পারবেন। আমার এই আর্টিকেলে আমি মেকআপের প্রতিটা জিনিসের নাম দিয়ে রেখেছি।
কোন ব্র্যান্ডের মেকাপ ভালো
পৃথিবীতে সব দেশেই মেকআপ কোম্পানি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের। আপনারা যারা মেকআপ করতে ভালোবাসেন অবশ্যই মেকআপের সামগ্রিক গুলোর নাম জেনে মার্কেটে যাবেন গিয়ে আপনার পছন্দমত ব্র্যান্ডের মেকআপ কিনতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ বিভিন্ন রকম তাই আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এবং আপনার ত্বকে কোন মেকআপ এডজাস্ট করবে এটা অনুযায়ী মেকআপ কিনবেন। তবে বাজারে অনেক রকম মেকআপ আছে যেগুলো খারাপ সেগুলো বর্জন করে বুঝে কিনতে হবে। কোন মেকআপ গুলো কোন ব্রান্ডের এবং কেমন হতে পারে আসুন সেগুলা জেনে নিন।
- Loreal এই ব্র্যান্ডের মেকআপ গুলো ভালো মানের এগুলো আপনারা কিনতে পারেন। এ মেকআপ গুলো অন্যান্য মেকআপের তুলনায় দামে বেশি বিদেশি পণ্য হিসেবে ভালো।
- Wet n wild এ ব্রান্ডের মেকআপ গুলো অনেক ভালো মানসম্মত এগুলো পছন্দ করে কিনতে পারেন।
- Lakme এটি একটি ইন্ডিয়ান কোম্পানির মেকআপ। এই ব্রান্ডের মেকআপ অনেক ভালো।
- Eveline এটি অনেক ভালো মানের একটি ব্র্যান্ড যেহেতু আমেরিকার কোম্পানি। তাই এটি আপনারা পছন্দ করে নিতে পারেন।
আপনি যদি পছন্দ করেন বাংলাদেশের ব্র্যান্ডের কোন পণ্য তাহলে বাংলাদেশী পণ্যের জন্য আপনি বাজারে যে পছন্দ করে কোন ব্র্যান্ড পছন্দ করছেন সে হিসাবে আপনি মেকআপ কিনতে পারেন এবং ভালো কোন ব্র্যান্ড দেখে মেকআপ ব্যবহার করবেন।
ভালো ফাউন্ডেশনের নাম ও দাম
মেকআপ করার ক্ষেত্রে ফাউন্ডেশন না হলে কি চলে। পার্টিতে গেলেই তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন নির্বাচন করে গায়ের শেট অনুযায়ী এক বা দুই শেট হালকা অনুযায়ী লাগায়। ত্বকের ধরন অনুযায়ী আমরা অয়েল ফ্রী ট্রু ড্রাই ফাউন্ডেশন নির্বাচন করতে পারি। বাংলাদেশের ফাউন্ডেশনের মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে।
- ওয়েট এন ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন ৫৫০ টাকা
- মেবেলাইন সুপারস্ট ফুল কভারেজ ফাউন্ডেশন ৮৯০ টাকা।
- W7 12 HourHD ফাউন্ডেশন ৪৯০ টাকা
- লরিয়েল ফাউন্ডেশন ৪৫০ টাকা থেকে ১২০০ টাকা, পাউডার সিঙ্গেল নিতে গেলে ৩০০ থেকে ৪৫০ টাকায় পাওয়া যাবে।
- লেট মি ব্রান্ডের ফাউন্ডেশন পড়বে ১৮০ থেকে ১১০০ টাকা।
- জর্ডানা ফাউন্ডেশন পড়বে ৪০০ থেকে ১৬০০ টাকা।
- ম্যাক্স ফেক্টর ব্র্যান্ডের ফাউন্ডেশনের দাম পড়বে ২৫০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
এগুলো ছাড়াও আরো মেকআপ সামগ্রী রয়েছে সেগুলোর বিভিন্ন দামের পড়বে কসমেটিকের দোকানে সেগুলো সব রকম মেকআপ পাওয়া যায় সেগুলো দেখে আপনারা সুন্দরভাবে কিনে নিবেন।
পার্টি মেকআপ করার নিয়ম
আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে পার্টি মেকআপটা সহজেই করা যেতে পারে।
- ক্লিনজার ব্যবহার ত্বকে মরা চামড়া দূর করার জন্য ক্লিনজার ব্যবহার করতে হবে হালকা গরম পানি পানির ঝাপটা দিয়ে এটা অনেক ভালো কাজে লাগে।
- ময়েশ্চারাইজার, সানস্ক্রিম ফাউন্ডেশন এর বিভিন্ন রকম ক্রিম রয়েছে বিবি ক্রিম ও এগুলোর মধ্যে পড়ে।
- কনসিলার ত্বকেরদাগ কমাতে সাহায্য করে।
- ফাউন্ডেশন ফাউন্ডেশন অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে হবে যেটা দীর্ঘক্ষন মেকআপ কে রাখতে সাহায্য করে।
- কম্প্যাক্ট পাউডার এটি ব্যবহার করলে ত্বকের নিখুঁত একটি ফিনিশিং ভাব চলে আসে।
- ব্লাশন মেকআপ কমপ্লিট করার পরে যদি এটি ব্যবহার করা হয় তাহলে ত্বকের একটা গোলাপী আভা টাইপের রং চলে আসে এতে দেখতে অনেক সুন্দর লাগে।
- চোখের সাজ চোখে কাজল টেনে নিন। চোখের পাতায় হালকা রঙের ব্যবহার করবেন এবং সুন্দর করে আয়লানোর টানবেন যেটিতে আপনাকে অনেক সুন্দর দেখাবে। আর মাস্কারা ব্যবহার করবেন। আপনার চোখ কি অনেক সুন্দর দেখাবে।
- লিপিস্টিক গারো লাল মেরুন বা ম্যাজান্টা এসব ধরনের লিপস্টিক গুলো দিলে অনেক সুন্দর দেখাবে। তার আগে ঠোঁটে হালকা বাম দিয়ে নিতে পারেন যেন ঠোঁটটা নরম থাকে। তারপরে লিবিসটিক ব্যবহার করবেন।
লেখক এর মন্তব্য
মেকআপ মানুষকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে। চেহারায় অন্যরকম সৌন্দর্য দেখা যায় ব্রণের দাগ মেকআপের কারণে ঢেকে যায়। তাই মেকআপ সঠিকটা বেছে নিয়ে আমাদের ব্যবহার করা উচিত যেন তারও মেকআপ ব্যবহার করলে আমাদের ত্বক আরো খারাপ হয়ে যেতে পারে ব্রণ এবং দাগে ভরপুর হয়ে যেতে পারে।তাই নরমাল মেকআপ করতে কি কি লাগে সে বিষয়ে জেনে বুঝে মেকআপ করা উচিত। তাই আমরা ভালো মেকআপ ব্যবহার করব এবং নিজেকে সুন্দর করে তুলবো।
আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই পোস্টটি পড়ে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং অন্যান্যদের সাথে শেয়ার করে তাদেরও পোস্টে পড়ার সুযোগ করে দেন এবং আমার এই ওয়েবসাইটে আরো ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার জন্য এবং জানার জন্য প্রতিনিয়ত ভিজিট করতে পারেন ধন্যবাদ।
সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;
comment url