চুল পড়া বন্ধ করার ঔষধের নাম
চুল পড়া বন্ধ করার ওষুধের নাম সম্পর্কে আপনি কি জানতে চান? তাহলে আপনি আমার এই পোষ্টটি পড়ে জানতে পারবেন চুল পড়া বন্ধ করার ওষুধের নাম সম্পর্কে। আমার এই পোস্টে চুল পড়া বন্ধ করার ওষুধের নাম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।মহিলাদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় গুলো এখান থেকে জানতে পারবেন। এবং চুলের আরো সমস্যাজনিত কারণ গুলাও এই পোস্ট পড়লে আপনারা জানতে পারবেন।
চুল ঘন করার উপায় চুলের ভিটামিন কি প্রয়োজন সে সম্পর্কেও জানতে পারবেন। চুল সুন্দর্য বজায় রাখে।চুল পড়বে এটা স্বাভাবিক কিন্তু চুল পড়লে নতুন চুলও গজায়। যদি চুল একশটের ও বেশি উঠে যায় কিন্তু সেক্ষেত্রে চুল যদি না গজায় তাহলে তো এটা সমস্যা। এক্ষেত্রে পুরুষরা তো টাক মাথা হয়ে পড়ে।
ভূমিকা
পৃথিবীর সবাই চুল পছন্দ করে এমন কেউ নাই যে চুলকে অপছন্দ করে। চুল সুন্দর হলে দেখতেও ভালো লাগে এই পোস্টে চুল পড়া বন্ধ করার ওষুধের নাম, চুলের তেলের নাম যে তেল চুল পড়া রোধ করবে এবং ভিটামিনের নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা এই পোস্টটি অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন এতে অনেক উপকার পাবেন। চুল অতিরিক্ত উঠলে সেটা অস্বাভাবিক বলেই গণ্য হয় তাই চুলের সৌন্দর্যে রক্ষায় বিভিন্ন রকম পদক্ষেপ নেয়া যেতে পারে।
অনেক রকম তেল আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে অনেক রকম ঔষধ আছে চুল পড়া রোধ করার সেগুলো ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিয়েই সবকিছু ওষুধ ব্যবহার করা উচিত। ।আর ঘরোয়া ভাবে যেগুলো ব্যবহার করা হবে সেগুলো তো কোন সাইড ইফেক্ট থাকে না। তাই কোন সতর্কতা অবলম্বন করতে হয় না কিন্তু চুল পড়া বন্ধ করার ঔষধ যেগুলো ব্যবহার করা হবে সেগুলোর জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ।
মহিলাদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
চুল পড়া খুবই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল পড়লে সেটা বন্ধ করার কিছু নিয়ম মেনে চলতে হবে। অতিরিক্ত টেনশন ঘুম কম হলে খাবারের ভেজালের কারণে চুল পড়তে পারে আর কিছু শ্যাম্পু আছে।যেগুলা মেনে ব্যবহার করা উচিত যে কোন শ্যাম্পু আপনার চুলে এডজাস্ট করছে। মেয়েদের চুল পড়া বন্ধ করার জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে।
- রাতে চুলে তেল দিয়ে মেসেজ করে ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন শ্যাম্পু করে ফেলবেন এতে চুলের গোড়ায় পুষ্টি যোগাবে চুল শক্ত মজবুত হবে।
- পেঁয়াজের রস চুলের জন্য খুব উপকারী। চুলের গোড়া শক্ত করে। পেঁয়াজের রসের সাথে একটু তেল মিশিয়ে চুলের গোড়ায় দিলে চুল শক্ত হবে এবং ঝলমল করবে।এটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ২০ - ৩০ মিনিট পরে চুল শ্যাম্পু করে ফেলবেন।
- কেশরা বেটে চুলের গোড়ায় দিলে চুল শক্ত হয় এবং চুল ঘন কালো মজবুত হয়। কেশরা বেটে এ রসটাকে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ২০-৩০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ।
- ডিমের কুসুমের সাথে একটু নারিকেল তেল এক টুকরো লেবুর রস মিশিয়ে পেস্ট করে চুলের গোড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এতে চুল পড়া বন্ধ হবে এবং চুলো বড় হবে।
- মেথি বেটে এতে লেবুর রস মিশিয়ে পেস্ট করে ভালো করে চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত করবে চুল পড়া বন্ধ করবে। এটি সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করতে পারেন ।
অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
চুল পড়া অতিরিক্ত হলে অত্যন্ত চিন্তার বিষয়। তাই চুল পড়া বন্ধ করার ওষুধের নাম সম্পর্কেও জানতে হবে আবারপ্রাকৃতিক ভাবেও ঘরোয়া উপায়ে চুলপাড়া বন্ধ করা যায়। আমরা এই পোস্টে আপনাদেরকে দুই ভাবেই জানাবো যে চুল পড়লে ওষুধের নাম এবং ঘরোয়া উপায়। আমরা অতিরিক্ত চুল পড়ার বন্ধ করার উপায়গুলো জেনে নি।
- চুলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন প্রোটিন আয়রন খনিজ পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের বিভিন্ন রকম খাবার খেতে হবে যেগুলোর মধ্যে যেগুলোই এই উপাদানগুলো সবকিছু পাওয়া যাবে।
- অতিরিক্ত চুল পড়লে পেঁয়াজের রস এর সাথে এক টুকরো লেবু এবং নারকেল তেল মিশিয়ে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। 20 মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- জবা ফুল জবা ফুল বেটে মাথায় লাগিয়ে রাখলেও চুল পড়া বন্ধ করে।
- পিয়াজ কেটে তার সাথে মেথি দানা ও কালোজিরা নারকেল তেলের সাথে ফুটিয়ে ঠান্ডা করে মাথায় সপ্তাহে অন্তত দুই দিন লাগালে চুল পড়া বন্ধ হবে।
- আবার জবা ফুলকে বেটে নারকেল তেলের সাথে ফুটিয়েও সেটা ঠান্ডা করে মাথায় দিলেও চুল পড়া বন্ধ হয় ।
চুল পড়া বন্ধ করার তেলের নাম
চুল পড়া বন্ধ করার তেল কয়েকটা আছে যেগুলো ব্যবহার করে আপনার চুল পড়া বন্ধ করতে পারবেন।
রোজমেরী অয়েল
তেলটি চুলের জন্য অত্যন্ত কার্যকরী। এটি চুল পড়া বন্ধ করে চুল বৃদ্ধি করতে সহায়তা করে এবং মাথার চুলকানিও খুশকি কম করে। এটি মনোক্সিডিল হিসেবে সঞ্চালিত হয়। নারকেল তেলের সাথে কয়েক ফোটা রোজমেরিড অয়েল মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার করলে এটি ভালো ফল পাওয়া যাবে।
লেমনগ্রাস অয়েল
এই তেলটি খুশকির জন্য খুবই ভালো উপকারী। চুলের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে খুশকি মুক্ত চুল। খুশকি হলে মানুষের ত্বকের অনেক সমস্যা সৃষ্টি করে। ২০১৫ সালে দেখা গেছে যে খুশকি থেকে মুক্তি পাওয়া যায় এই তেলটি ব্যবহার করলে। প্রতিদিন ব্যবহার করলে খুশকির জন্য এই তেলটি খুবই গুরুত্বপূর্ণ। শ্যাম্পু বা কন্ডিশনার এর সাথে এই তেলটি লাগাতে হবে তাহলে আপনার চুলটা খুশকি মুক্ত থাকবে এবং ঝলমলে সুন্দর থাকবে।
ল্যাভেন্ডারঅয়েল
এন্টি মাইক্রোবিয়াল ও এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে বলে এটি চুলের জন্য অনেক উপকারী।
নারিকেল তেলের সাথে তিন চামচ ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে ১০ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক থেকে দুইবার করতে পারেন এতে অনেক উপকার পাওয়া যাবে।
সাইডার অয়েল
এই তেলটি মাথা ত্বকের জন্য খুবই উপকারী মাথার ত্বক ভালো থাকলে চুল পড়া কমায়। এটি খুশকিও মুক্ত রাখে। দুই টেবিল চামচ কয়েক ফোটা সাইডার অয়েল আপনার তেলের সাথে মিশিয়ে নিন এবং মাথায় লাগিয়ে ভালোভাবে মেসেজ করুন কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
ক্যাস্টর অয়েল
এটি অনেক ভালো কাজ করে শুধু চুল পড়া বন্ধ করেনা চুল বৃদ্ধিতে সহায়তা করে। নারকেল তেলের সাথে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্সড করে চুলে লাগিয়ে কিছুক্ষণ পরে শ্যাম্পু করে ধুয়ে ফেললে অনেক ভালো উপকার পাওয়া যায়। চুল করবে শক্ত মজবুত ঘন কালো এবং চুল বৃদ্ধি করে।
চুল পড়া বন্ধ করার ঔষধের নাম
চুল পড়া খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা অতিমাত্রায় হলে সমস্যার বিষয়।। চুল পড়বে এবং নতুন চুল গজাবে এটাই স্বাভাবিক। আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত খাবার খায় না এবং ঘুমানোর ব্যাঘাত ঘটায় পানি কম খাওয়া মানসিক চাপ সবকিছু মিলিয়ে আমাদের চুল পড়ে এগুলোই মূলত কারণ। আবার অনেক সময় অনেক জায়গার পানি খুব খারাপ থাকে।
তারপরে আমরা চুলকে অনেক রকম স্টাইলে সাজায় আটঁসাটঁ করে বেঁধে রাখি।চুল ভেজা থাকলে সেটা বেঁধে রাখি ঠিকমতো শুকায় না সবকিছু মিলিয়েই আমাদের চুল পড়ার সমস্যাটা তৈরি হয় ।খাবার কি খাচ্ছেন সেদিকেও নজর রাখতে হবে সেটা স্বাস্থ্যকর কিনা যেটা চুলের প্রয়োজন যে ভিটামিন গুলো সেগুলো পরিমাণমতো খাওয়া হচ্ছে কিনা।
চুল পড়া বন্ধ করার জন্য কিছু ওষুধের ওষুধ আছে যেগুলো নিয়মত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। চুল পড়া ওষুধের মধ্যে একটি নাম হচ্ছে জনপ্রিয় ঔষধ মিনোক্রিডিল বা রোগেইন।এটি চুলের গোড়ায় লাগাতে হয় ছানা তৈরি করে সরাসরি মাথার তাকে লাগানো যায় এতে বেশ চুল গজানো শুরু করে। আরেকটি ওষুধ আছে যেটা মুখে খাবার প্রপেসিয়া।এটি মাথায় লাগাতে হয় না এটি মুখে খেতে হবে দুটো পারস্পরিকভাবে পরিপূরক হিসেবে ব্যবহার করা যায় তবে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়েই ব্যবহার করা ভালো।
মিনোক্রিডিল (Minoxidil)
মনোক্সিডিল ওষুধটি চুল পড়া এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মহিলারা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়।মহিলাদের জন্য পাতলা চুল সমস্যা আছে যাদের তাদের দুই শতাংশ এই ওষুধটি ব্যবহার করা হয়।এই ওষুধটি ভাসোডি লেটর হিসাবেও ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।এই ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই Derma এর কাছে পরামর্শ নিতে হবে।
ওষুধটি ব্যবহার করার আগে আপনার চিকিৎসককে অবশ্যই জানাতে হবে আপনার শারীরিক কোন সমস্যা আছে কিনা
- আপনার এলার্জির কোন সমস্যা থাকলে জানাতে হবে
- আপনি গর্ভবতী কিনা আপনার শিশু বুকের দুধ সেবন করে কিনা সেটা জানাতে হবে।
- আপনার হার্ট কিডনি লিভার ইত্যাদি রোগ আছে কিনা সেটা জানাতে হবে।
- আপনি কোন ডায়েট চার্ট ফলো করছেন কিনা সেদিকে জানাতে হবে।
- অন্য কোন সাপ্লিমেন্ট গ্রহণ করছেন কিনা সেটাও জানাতে হবে।
- মনোক্সিডিল ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে
- এতে ওজন বৃদ্ধি হতে পারে বুকের ব্যথা হতে পারে
- শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হতে পারে
- ত্বকের লালচে ভাব হতে পারে
- চোখ জ্বালাপোড়া মুখও হাতে পিঠে অন্যান্য জায়গাতে চুল বৃদ্ধি হতে পারে
- মাথা ব্যথা ও চোখের ব্যথা শুরু হতে পারে
চুল পড়া বন্ধ করার ভিটামিন
চুল পড়া বন্ধ করার জন্য অনেক ভিটামিন রয়েছে। ভিটামিনের অভাবে চুল পড়া শুরু হয় আগা ফাটে চুলের উক্ষতা শুরু হয় স্বাস্থ্যহীন চুল দেখায়। চুলের স্বাস্থ্য রক্ষায় ভিটামিনের খনিজ খুবই গুরুত্বপূর্ণ। এখন জেনে নেয়া যাক চুল পড়ার ভিটামিন গুলো সম্পর্কে
- ভিটামিন বি এটা চুল পড়া কমাতে সাহায্য করে বিভিন্ন রকম সবজি এবং বাদামে ভিটামিন বি পাওয়া যায় এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পড়া কমায় পাশাপাশি চুলের রোধ ক্ষয় রোধ করে।
- ভিটামিন ডি সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পাই তাছাড়াও ডিমের কুসুম থেকেও পাই। এটি যেমন হাড় মজবুত করতেও সহায়তা করে ত্বক সুন্দর রাখে তেমন চুলকেও স্বাস্থ্য উজ্জ্বল করে রাখে।
- লৌহ সবুজ সবজি ব্রকলি পালং শাক বাদাম ইত্যাদিতে লৌহ রয়েছে। যা আমাদের চুল পড়া কমায় এবং বৃদ্ধি করতে সাহায্য করে।
- ভিটামিন সি আমলকি পেয়ারা লেবু বিভিন্ন রকম টক জাতীয় ফলে ভিটামিন সি রয়েছে। এতে আমাদের চুল শক্ত হয় চুল পড়া বন্ধ করে স্বাস্থ্য ঝলমল দেখায়।
- জিংক ডার্ক চকলেট বাদাম সবজি ইত্যাদি ।এটি চুল পড়া রোধ করতে সাহায্য করে।
- ভিটামিন ই পালং শাক কাঠবাদাম ভুট্টা জলপাই তেল ইত্যাদি সেবন করলে চুল দ্রুত বৃদ্ধি হবে এবং শক্ত মজবুত হবে।
- ভিটামিন এ ফ্রি রেডি এর বিরুদ্ধে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধি করে চুল ঝরঝরে দেখায়।
- গাজর পেঁপে টমেটো পালং শাক ইত্যাদিতে ভিটামিন এ রয়েছে ।
চুল পড়া বন্ধ ও ঘন করার উপায়
চুল পড়া বন্ধ করার ঔষধের নাম যেগুলো বলা হয়েছে সেগুলোতেও চুল পড়া বন্ধ করা যেতে পারে আবার কিছু ঘরোয়া পদ্ধতিতেও চুল পড়া বন্ধ করা যেতে পারে ও চুল ঘন করা যেতে পারে
খেয়াল রাখতে হবে মাথার ত্বক যেন বেশি ময়লা না থাকে ঘেমে না থাকে তৈলাক্ত না হয় সেদিকে খেয়াল রেখে শ্যাম্পু ব্যবহার করতে হবে।
- গ্রিন টি ব্যবহার করেও চুল পড়া কমানো যেতে পারে দুই কাপ পানিতে দুইটা গ্রিন টিস্ট করে ফুটিয়ে পানিটা একটু কমে আসলে তাকে ঠান্ডা করে চুলার গোড়ায় দিলে চুল পড়া বন্ধ হয় এবং চুল ঘন কালো হয়।
- ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যায়। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে মাথায় মেসেজ করলে চুল পড়া বন্ধ হয় এবং চুল ঘন কালো হবে।
- টক দই মেহেদী ও নারকেল তেল মিক্সড করে মাথায় দিয়ে ২০ মিনিট পরে শ্যাম্পু করে নিলে এবং ঘন কালো হবে ।
- অ্যালোভেরা জেল ভালো করে চুলের গোড়াই লাগালে চুল পড়া বন্ধ হয়।
- মেহেদী ডিম ও নারিকেল তেল একসাথে ফেটে পেস্ট তৈরি করে সেটি ভালোভাবে মাথায় মেসেজ করে লাগিয়ে বিশ মিনিট পরে শ্যাম্পু করে ফেললে অনেক উপকারে আসবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক আমার আজকের এই পোস্টে চুল পড়া বন্ধ করা ওষুধের নাম অতিরিক্ত চুল পড়ার বন্ধের উপায় চুল পড়া বন্ধ তেল চুল পড়া কারণ চুল পড়ার ভিটামিনের কি প্রয়োজন এগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা অনেকেই চুল পড়া নিয়ে অনেক চিন্তিত থাকেন। আমরা অনেকেই ভাবি যে কোন তেল ব্যবহার করতে পারি কোন ওষুধ ব্যবহার করতে পারি।
এগুলো ভাবনা থেকেই আমি এ পোস্টটি লিখেছি। চুল পড়বে এটা স্বাভাবিক কিন্তু অতিমাত্রায় যদি চুল পড়ে সেটা অস্বাভাবিক তখন আমাদের সেটা ব্যবস্থা নেয়া দরকার। ঘরোয়া কিছু পদ্ধতিতে ডক্টরের পরামর্শে চুল পড়া বন্ধ করা সম্ভব। নিয়মিত সঠিক খাবার খেয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুম ও ব্যায়াম করে চুল পড়া বন্ধ করা যেতে পারে চুল পড়ার ওদের ঔষধ ডাক্তারের পরামর্শ নেয়া যেতে পারে।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে আমার পোস্টটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। আমার এই পোস্টটি আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং অন্যান্যদের সাথে শেয়ার করে তাদেরও উপকৃত করুন এবং নিয়মিত আমার ওয়েবসাইটটি ভিজিট করুন আরো তথ্য জানার জন্য ধন্যবাদ।
সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;
comment url