কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত রয়েছে যেগুলো এই পোষ্টের মধ্যে বিস্তারিতআলোচনা করা হবে ।রিয়েল মি c33এখন অনেক কম দামে পাওয়া যায় ।মোবাইল ফোন একটি ইলেকট্রনিক যন্ত্র। যা একটি অপরিহার্য যন্ত্র। মোবাইল ফোনের মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারে।এবং পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে এ মোবাইল ফোনের জন্য।
আগেকার মানুষ চিঠির মাধ্যমে কথা আদান প্রদান করত।যার কারণে অনেকটা দিন সময় লাগতো কয়েকদিন কয়েক মাস সময় লেগে যেত। এখন তো মানুষ দূর দেশে থেকেও থেকে অন্য দেশেও কথা বলতে পারে যোগাযোগ করতে। শুধু কি যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা হয় গেম ভিডিও টিভি হিসেবেও ব্যবহার করা হয়।
ভূমিকা
এমন একটা সময় ছিল মোবাইল ফোনের অনেক দাম ছিল। এখন মোবাইল ফোনের বিভিন্ন রকম দাম রয়েছে ।যা মানুষ নিজের পছন্দ অনুযায়ী ওসমর্থ্য অনুযায়ী কিনতে পারে। কম দামে বিভিন্ন রকম ফোন পাওয়া যায়।তাছাড়া কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত মেনেও কেনা যায়। দশ হাজার টাকা তে পাওয়া যাচ্ছে ৪০০০ টাকাতেও পাওয়া যাচ্ছে। যাতে ছবি তুলা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে এবং গেমও খেলা যাচ্ছে। মোবাইল গুলো দেখতে অনেক সুন্দর।
কম দামে ভালো ফোন ২০২৪
কম দামে ফোন কিনার কথা ভাবলেই অনেক রকম ফোন পাওয়া যাবে। কিন্তু কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত অনুযায়ী শুধু ওয়ালটনেই পাওয়া যাবে।
রিয়েল মি c33
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত রয়েছে।কিন্তু এখানে কিস্তিতে ফোন বিক্রি হয় না ।সবচেয়ে কম দামের কথা চিন্তা করলেরিয়েল মি এর কথা মাথায় আসে।রিয়েল মি কোম্পানিটা ভালো। সব সময় দামি স্মার্টফোন নিয়ে আসলে যে বাজারে অধিক হারে বিক্রি হবে তা নয়। অনেক সময় কেতারা কম দামে ভালো স্মার্টফোন খুঁজে। যার মধ্যে এই ফোনটা সব দিক দিয়েই ভালো।
রিয়েল মি সি ৩৩ ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে ৬.৫”
- স্টোরেজ ৩২/ ৬৪/১২৮ জিবি
- মেইন ক্যামেরা ডুয়েল ৫০ প্লাস 0.3 মেগা পিকচার
- ক্যামেরা এইট মেকাপ পিকচার
- রিয়েল মি সি ৩৩ শুরু হয় ১৩৯৯৯ থেকে বিভিন্ন দামের ।
টেকনো স্পার্ক গো
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত রয়েছে।কিন্তু এখানে কিস্তিতে ফোন বিক্রি হয় না ।টেকনো ব্র্যান্ডের এই ফোনটি দেখতে অনেক সুন্দর এই ফোনটি বাজারে ধরে রাখার মত একটি ফোন। ক্রেতারা যেমন খোজে সেরকম কমদামেটেকনো স্পার্ক গো টেকনোর মধ্যে পাওয়া যায়।এন্ড্রয়েড১৩ অপারেটিং সিস্টেম এবং চিপ সেট ব্যবহার করা হয়েছে। যাদের বাজেট একটু কম তারা এই ফোনটি নিয়ে নিতে পারেন দামে কম ।ব্যাটারি ব্যাকআপ অ্যাম্পিয়ার ব্যাটারি স্টোরেজ 4g সাপোর্ট সবকিছু মিলিয়ে অসাধারণ মানের ফোন।
টেকনো স্পার্ক গো ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে ৬.৬”
- র্যাম ৪ জিবি
- স্টোরেজ ৬৪ জিবি
- মেইন ক্যামেরা ১৩এমপি, এফ/১.৮ হোয়াইট
- ফ্রন্ট ক্যামেরা ৮মেগা পিক্সেল
- বর্তমান বাজার মূল্য ১০৬৯০ টাকা
ইন্টেল এস ২৩
ইন্টেল স্টাইলিস্ট ধরনের একটি ফোন। যারা কম দামে স্টাইলিশ ধরনের ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন। এই ফোনটিও অন্য দুটি ফোনের মতই ।অন্যান্য ফোন কোম্পানির মতই এই কোম্পানিতেও নতুন মডেলের একটি আকর্ষণীয় ফোন।কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত মেনে মোবাইল কেনা যায়কিন্তু এখানে কিস্তিতে ফোন কেনা যায় না ।
ইন্টেল এস ২৩ ফোনের স্পিসিফিকেশন
- ডিসপ্লে৬.৬”
- র্যাম ৪/৮ জিবি
- স্টোরেজ ১২৮/২৫৬জিবি
- মেইন ক্যামেরা ডুয়েল ৫০ মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
- বর্তমান বাজার মূল্য ১০৪৯০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের।
১৫ হাজার টাকার মধ্যে ফোন
আমরা সকলেই ভালো ফোন কিনার আশায় থাকি এবং একটা বাজেটের মধ্যে। কয়েকটা মোবাইল একসাথে না দেখলে তুলনা করা যায় না যে কোনটা কোন দামের কোন জিনিসগুলো সুবিধা আছে ,সেই হিসাব করে আমরা ফোন কিনি। কয়েকটা ফোনের নাম বলবো যেগুলো আপনারা সহজেই বাজারে গিয়ে দেখতে পারবেন ।
- রিয়েল মি c33
- শাউমি রেডমি ৯
- রেডমি নাজরো ৩০A
- ওয়ালটন RX ৮ মিনি
- রেডমি সি ১১
- টেকনো স্পার্ক ৭ প্রো
- টেকনো স্পার্ক ৮ c
ওয়ালটন মোবাইল কিস্তিতে নেয়ার নিয়ম
সকলেরই একটু ভালো মোবাইল নেয়ার ইচ্ছা থাকে। তাই একসাথে সম্পূর্ণ টাকা দিতে না পারলেও মাসিক কিস্তি হারে দেয়ার সমর্থ্য রাখে। ওয়ালটনে এই সুবিধাটা রয়েছে। নগদ কিস্তি ও ইএমআই হিসেবেও ওয়ালটনের মোবাইল কেনা যায় ।
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত
কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত রয়েছে যা নিচে আলোচনা করা হলাে।
- ১০০০০ টাকা বা তার চেয়ে বেশি মূল্যের মোবাইল কেনার ক্ষেত্রে এ ই এম আই সুবিধা রয়েছে।
- কিস্তি গ্রহণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইল ফোনের মূল্য যত হবে তার ৪০% ডাউন পেমেন্ট প্রদান করতে হবে এবং বাকিটা মাসিক কিস্তি হারে পরিশোধ করতে হবে।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং দুই কপি ছবি লাগবে।
- জামিনদারের ক্ষেত্রেও দুইজন লাগবে যার জাতীয় পরিচয় পত্র ও ছবি দিতে হবে।
- ফরম পূরণ করতে হবে।
- ক্রেতা দ্বারা কোনরকম নিয়মের ভুল থাকলে তা ম্যানেজার সিদ্ধান্ত নিবে ।
লেখকের মন্তব্য
এই পোস্টটি থেকে বোঝা যায় যে মোবাইল ফোন বিভিন্ন দামের আছে এবং আমরা সহজ কিস্তিতেও মোবাইল ফোন কিনতে পারি।কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার শর্ত মেনেও কিনতে পারি।
আশা করি আপনারা আমার এই পোষ্টটি পড়ে উপকৃত হয়েছেন। আমার এই পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মী স্বজন ও অন্যান্যদের কাছে শেয়ার করুন যাতে তারাও পড়ে উপকৃত হয় ধন্যবাদ।
সাদ বি ডি নীতিমালা; মেনেকমেন্টকরুনপ্রতিটিকমেন্টরিভিউকরাহয়;
comment url